লালমনিরহাটে “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” স্লোগান নিয়ে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে লালমনিরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে এ মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া-এঁর সভাপতিত্বে মাছ চাষের উপকরণ বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌস, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মজিদ মন্ডল, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা লিমন প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও মৎস্য চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।