আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে বজ্রপাতে ৪জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮জন অাহত হওয়ার খবরও পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ২ জুলাই সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার অালীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান অালীর পুত্র মন্টু মিয়া (৪০) ও অাব্দুল হামিদের পুত্র অাতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮জন অাহত হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।