লালমনিরহাটে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক্সপান্ডেড লাইভলিহুডস্ ফর ২০০০ পুওর হাউজহোল্ডস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিষ্ট্রিক্ট আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসকেএস ফাউন্ডেশন লালমনিরহাট, পরিবেশ প্রকল্প, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) লালমনিরহাট সদরের আয়োজনে আন্ধেরী হিলফে, ই.ভি বন জার্মানী, একশনএইড বাংলাদেশ, নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায়, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আফসার আলী, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী রায়, সমাজ সেবক আঃ কুদ্দুস। বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশন মোগলহাট ইউনিয়ন এফএফ ফরিদা খাতুন, চাঁদের হাসি নারী দলের সভাপতি মাসুদা আক্তার মিনু, জুই মহিলা সমিতির সদস্য খাদিজা বেগম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, এসকেএস ফাউন্ডেশন মোগলহাট ইউনিয়ন এফএফ রতন কুমার রায়সহ নারী দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।