লালমনিরহাটে “পাট ও পাটজাত পণ্য বর্ষপণ্য ২০২৩, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এ স্লোগান নিয়ে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পাট র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন লালমনিরহাট এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা ও পাট র্যালী অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। বক্তব্য রাখেন পাট অধিদপ্তর লালমনিরহাটের মুখ্য পরিদর্শক (অঃদাঃ) গোলাম রব্বানী, পাট অধিদপ্তর লালমনিরহাটের পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছাত্তার মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) আলীনূর রহমান, বাংলাদেশ বেতার এর বার্তা পরিবেশক গোকুল রায় প্রমুখ। এ সময় পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি আল নাহিয়ান শিশু পরিবার প্রাঙ্গণ হতে পাট র্যালী শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।