বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন (৬৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, এস. কে. খাজা মঈন উদ্দিন লালমনিরহাটের খোচাবাড়ী (বি. ডি. আর. রোড)স্থ কারাগার মঞ্জিলে ১৯৫৪খ্রিঃ ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা- প্রয়াত এস. কে. ফয়েজ উদ্দিন ও মাতা- প্রয়াত জুলেখা বেগম। তিনি ৬ভাই-২বোনের মধ্যে দ্বিতীয়।
তিনি “রক্তাক্ত বাংলার অন্তরালে” গ্রন্থের রচয়িতা।
তিনি লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বড় মসজিদের সদস্য, নবাবের হাট জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন।
তিনি ব্যবসায়ী ও সমাজ সেবক।
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।