লালমনিরহাটে বিদ্যুৎ, গাস, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব লালমনিরহাট চত্ত্বর রোডে গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক নুরুনবী সরকার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে লালমনিরহাটের মিশন মোড়ের দিকে এগিয়ে গেলে মুন স্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পুলিশি বাঁধার মুখে পড়ে সেখান থেকে ফিরে এসে প্রেসক্লাব লালমনিরহাটের সামনে তাদের কর্মসূচি শেষ হয়।