আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় একই পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ২৮ জুন সন্ধ্যায় আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত শিশুরা হলো- আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৬) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু হাবিব ও জামাল। এর কোন একসময় তারা পুকুরে নামলে গভীর পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের না পেয়ে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।