লালমনিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাটক বিজয় নিশান মঞ্চস্থ হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাটিবাড়ী উত্তরণ সংগীত নিকেতন কর্তৃক আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সীমান্ত ডায়াগনোষ্টিক সেন্টারের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) শৈলেন্দ্র কুমার রায়। উদ্বোধক ছিলেন বিশিষ্ট্য কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। এতে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাংস্কৃতিক কর্মী তাজুল চৌধুরী, শিক্ষক (অবঃ) চন্ডী দাস রায়, রুপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাটের সিনিয়র অফিসার অম্বিকা চরণ রায়, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক দীলিপ কুমার রায়, বিশিষ্ট্য নাট্যকার ডাঃ দীনেশ চন্দ্র রায়, সাংস্কৃতিক কর্মী অনিল চন্দ্র বর্মণ, লালমনি থিয়েটারের সভাপতি নাট্যকার ও নির্দেশক আখতারুজ্জামান, সাংস্কৃতিক কর্মী ডাঃ মনিন্দ্র নাথ সরকার মনি। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাংবাদিক শাহজাহান সাজু, ভাটিবাড়ী উত্তরণ সংগীত নিকেতনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ অন্যান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক আমরা কজন নাট্যগোষ্টীর সভাপতি মোঃ আলতাফ হোসেন।
উল্লেখ্য যে, প্রথম দিন বিজয় নিশান, দ্বিতীয় দিন মা মাটি মানুষ, তৃতীয় দিন নিজাম খুনী মঞ্চস্থ হবে।