বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের নিজ বাড়ীতে গীতিকবি নীলকমল মিশ্র (৭১) বার্ধক্য জনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যাং লোকং সগচ্ছুত)। মৃত্যু কালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত জন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে এক নজর দেখার জন্য লালমনিরহাটের রামদাস গ্রামের তাঁর নিজ বাড়ীতে ছুটে যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য যে, নীলকমল মিশ্র লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে ১৯৫২ খ্রিষ্টাব্দের ৯ ফ্রেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রামদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গা রাণী লক্ষীপ্রিয়া উচ্চ বিদ্যালয়, দিনাজপুর ধর্মসভা সংস্কৃত মহাবিদ্যালয় ও বৈদ্যেরবাজার হরিসভা সংস্কৃত মহাবিদ্যালয় থেকে লেখাপড়া করেন। অতঃপর তিনি বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় শিক্ষক পদে যোগদান করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার ছিলেন।