লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ফেরদৌস আবু সায়েম প্রিন্স নামে একজন গুরত্বর আহত হয়েছে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার আব্দুর রশিদ এর ছেলে ফেরদৌস আবু সায়েম প্রিন্স (৩২) মঙ্গলবার সকাল ৮টায় তার নিজ বাড়ী সংযুক্ত গ্যারেজে একটি প্রাইভেট কার ধৌত করছিলেন। উক্ত পানি গড়িয়া রাস্তায় গেলে প্রতিবেশী মৃত্য নছর উদ্দিনের ছেলে মন্টু মিয়া ও মনিচুর অকথ্য ভাষায় গালিগালাজ চিল্লাচিল্লি করে। উভয় পক্ষের বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে মনিচুর ধারালো ছোরা দিয়ে ফেরদৌস আবু সায়েম প্রিন্সকে চোট মারিলে মাথায় ও হাতে চোট লেগে গুরত্বর আহত হয়। তখন স্থানীয় লোকজন প্রিন্সকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরত্বর আহতবস্থায় ভর্তি করায়। যাহার ভর্তি রেজিঃ নং-৬৮৮৪, তাং ২২/১১/২২।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা দায়িত্বরত চিকিৎসক এ বিষয়ে বলেন, ফেরদৌস আবু সায়েম প্রিন্স এর মাথায় ও হাতে একাধিক সেলাই দেওয়া হয়েছে। এখানে সুস্থ্য না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।
অভিযোগকারী ফেরদৌস আবু সায়েম প্রিন্স বলেন, আমি ন্যায় বিচারের দাবীতে ৮জনকে আসামী করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত মন্টু মিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।