আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট আইনজীবি, রাজনীতিক, সমাজসেবক এবং মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমানের জন্ম ১৯৩১ সালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন ডাউয়াবাড়ী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে তিনি রংপুর জেলা জজ কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি তৎকালীন রংপুর জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। আইন পেশা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৭ সালের ১১ অক্টোবর তিনি ইহলোক ত্যাগ করেন।