আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ ১৯২৩ সালের ১৯ মার্চ বর্তমান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন কাশিরাম গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আছিম উদ্দিন আহমেদ এবং মাতার নাম নেছাবি বেওয়া। তিনি এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত হন। তিনি ১৯৭০ সালে সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠক হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের আইনসভারও সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের ২৮ আগস্ট তার জীবনাবসান ঘটে।