লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের কাকেয়াটেপা বটতলা দূর্গা মন্দির মোড় থেকে মোগলহাট বাজার ট্যাম্পু স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮কিলোমিটার রাস্তা পুর্ণ নির্মাণে কাজে চলছে গতিহীন। লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এ সড়ক প্রশস্থকরণ কাজ শুরু হয়েছে গত ৪বছর আগে। কাজের মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মন্থর গতিতে কাজ চালিয়েছিল। কিন্তু বর্তমানে আরও পড়ুন...